প্রধানমন্ত্রীর বরাবর প্রি-পেইড মিটার সংগ্রাম কমিটির স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
বিইআরসির সাথে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে প্রতিস্থাপন করা প্রি পেইড মিটারের জামানতের টাকা ফেরত দেয়া, ২শ’ কোটি টাকার রিবেট ২ কোটি তিন বছর আটকে রাখার লভ্যাংশ গ্রাহকদের ফেরত দেয়া, পূর্বের আত্মসাতকৃত রিবেটের টাকা পৃথক লাইনে নয় বরং সহজে ফেরত দেয়া সহ ওজোপাডিকোর অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছেন নাগরিক নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ওজোপাডিকোর অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবীতে প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির আহবানে প্রধানমন্ত্রীর নিকাট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারবলিপি পেশ করা হয়।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন ও মোড়ল নূর মোহাম্মদ শেখ, সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলী সদস্য মফিদুল ইসলাম, সাংস্কৃতিক নেতা মাসুদ মাহামুদ, নাগরিক নেতা সেলিম বুলবুল, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শেখ মোঃ হালিম, অসীম কুমার পাল, মোঃ শহীদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের এস এম আজিজুর রহমান রাসেল প্রমূখ।