প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসার আটক
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা হরিদাস চন্দ্র ওরফে তাওহীদকে তার সহযোগীসহ আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (০৭ নভেম্বর) রাতে রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা হরিদাস চন্দ্র ওরফে তাওহীদকে তার সহযোগীসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত জানানো হবে।