November 24, 2024
আঞ্চলিক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের দ্বারপ্রান্তে : সালাম মূর্শেদী এমপি

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কের দ্বারপ্রান্তে অবস্থান করছে। বাংলাদেশ বিশে^র বুকে জায়গা করে নিয়েছে। অতিসত্ত¡র শেখ হাসিনার বাংলাদেশ বিশে^র অন্যতম দেশে পরিণত হবে। এক সময় বাংলাদেশকে নিয়ে যারা ব্যঙ্গ করতো তারাই এখন বাংলাদেশের মডেলে উন্নয়ন করতে সদা সচেষ্ট।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধা, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ এবং রূপসা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুপুর একটায় রূপসা উপজেলার কাজদিয়ায় দলিত সম্প্রদায়ের মাঝে, দুপুর ১টা ৫০ মিনেটে রূপসা উপজেলার তিলক নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে, দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার তিলক এ জি চার্চ এ খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে এবং দুপুর আড়াইটায় রূপসা উপজেলার কুদির বটতলা শ্মশান কালিমন্দিরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিকাল সাড়ে তিনটায় দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে, বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ এবং দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে এবং বিকাল সাড়ে ৪টায় দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি খান জাহানাবাদ গফুরিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিকাল ৫টায় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলায় অংশগ্রহণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

এমপির নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, বিশেষ অতিথি হিসেবে এমপি পত্মী ও এনভয় গ্রæপের পরিচালক মিসেস সারমিন সালাম, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ ফ. ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, তেরখাদা ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া,মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্যা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, কৃষ্ণ মেমন রায়, আ’লীগ নেতা সরদার ফেরদৌস আহম্মেদ, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, আ’লীগ নেতা আকতার ফারুক, মোস্তাফিজুর রহমান মোস্তাক, এমপির সমন্বয়ক নোমান ওসমানী রিচি, আ’লীগ নেতা শ. ম জাহাঙ্গীর, আঃ গফুর খান, মিয়া আরিফ হোসেন, বিনয় কৃষ্ণ হালদার,প্রভাষক ওয়াহিদুজ্জামান, এ্যাড সুশীল পাল, আঃ মান্নান, রিনা পারভিন, ব্রজেন দাস, আকলিম খাতুন তুলি, মাধূরী সরকার, শারমিন সুলতানা রুনা, রবিউল ইসলাম, আরাফাত হোসেন সাকিব, রতন মন্ডল, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, সামসুল আলম বাবু প্রমুখ। এর পূর্বে এমপি সালাম মূর্শেদী বিজয়ের মাস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *