November 27, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পাচ্ছেন সেই চাঁদের কণা

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

‘যোগ্যতা অনুযায়ী একটি চাকরির প্রত্যাশা’য় অনশন করা শারীরিক প্রতিবন্ধী চাঁদের কণা অবশেষে চাকরি পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গতকাল শনিবার বিকেলে মোবাইল ফোনে কণাকে এ সুখবর দেন। চাকরিপ্রত্যাশী এই তরুণীই তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।

সরকারি চাকরি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ২৬ জুন থেকে টানা অনশন করে আসছিলেন সিরাজগঞ্জের কাজীপুরের তরুণী চাঁদের কণা। অনশনের চতুর্থ দিনে পরিবার নিয়ে বেঁচে থাকার অবলম্বন হিসেবে সরকারি চাকরি পাওয়ার এ সুখবর পেলেন তিনি।

অনশনের প্রথম দিনেই (২৬ জুন) ‘প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে আমরণ অনশনে প্রতিবন্ধী কণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজ। এরপর বিষয়টি সরকারের ঊধ্বর্তন পর্যায়েরও নজরে আসে।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি হতে চলেছে কণার। বিষয়টি জানিয়ে কণা তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী, মমতাময়ী মা শেখ হাসিনার কাছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যোগ্যতা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরে আমার একটি চাকরির ব্যবস্থা করা হবে।’

বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সাংবাদিকের মাধ্যমে তার সঙ্গে কথা বলে বিষয়টি জানান বলেও স্ট্যাটাসে উলে­খ করেন চাঁদের কণা।

এই প্রাপ্তির জন্য তিনি কৃতজ্ঞতা জানান সংবাদমাধ্যমের প্রতি। কণা বলেন, ‘আজ আমি অনশন ভেঙে বাড়ি ফিরে যাচ্ছি। তবে একটা কথা আবারও বলছি, আমি শুধু চাকরির জন্য অনশন করতে আসিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী, আমার মমতাময়ী মা শেখ হাসিনার সঙ্গে দেখা এবং আর তার একটু ভালবাসার জন্য এসেছিলাম। আশা করছি আমার চাকরির নিয়োগপত্র মা নিজে আমার হাতে তুলে দেবেন। আমার মাথায় হাত রেখে, আমার মা আমার জন্য দোয়া করবেন, এটাই এখন আমার একমাত্র প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *