December 22, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর নামে খোলা ৭ শতাধিক ভুয়া ফেসবুক আইডি বন্ধ

দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করা হয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেলের (এনটিএমসি) উদ্যোগে। এগুলোসহ অপপ্রচারে ব্যবহৃত মোট ১ হাজার ৩০০টি ফেসবুক আইডি গত এক মাসে বন্ধ করা হয়েছে বলে এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। তিনি বৃহস্পতিবার রাতে বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা এই ভুয়া একাউন্টগুলো বন্ধ করেন। ফেইসবুকের ফেইক আইডি আমরা বন্ধ করে দিয়েছি। গত এক মাসে ১২শ থেকে ১৩শ ফেইক আইডি বন্ধ করেছি আমরা। তারমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামেই ৭৩২টি ফেইক আইডি ছিল।
যারা ভুয়া আইডি খুলেছিল তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে জিয়া বলেন, আমরা তো কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারি না। আমরা আইন শৃংখলা বাহিনীকে ইনফর্ম করি; তারা কাজ করে। আমরা তাদের সহযোগিতা করি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *