প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রতিবন্ধীর অনুদান
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে প্রতিবন্ধীদের উপকারের জন্য মায়ের অলঙ্কার (গহনা) বিক্রি করা টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন এক প্রতিবন্ধী।
সোমবার (৪ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বাংলোয় উপস্থিত হয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে অনুদানের ১৫ হাজার ৩শ টাকা টাকা জমা দেন শারীরিক প্রতিবন্ধী রাহুল বিশ্বাস। এসময় প্রতিবন্ধী রাহুল বিশ্বাসের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন।
এসময় রাহুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানান, মানবকল্যাণ ফাউন্ডেশন নামে তাদের একটি সংস্থা রয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এ সংস্থার উদ্যোগে সাবান, মাস্ক, সচেতনামূলক লিফলেট ও জীবাণুনাশক স্প্রে করার কাজ চালিয়ে যান। এছাড়াও অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পরিচালিত ছোট একটি ওষুধের দোকান থেকে প্রায় ১৭ হাজার টাকার মতো ওষুধ বিনামূল্যে বিতরণ করে অর্থ সংকটে পড়ে যান তিনি।
পরে তিনি তার মায়ের কাছে টাকা চান। তার মা গহনা বিক্রি করে ১৯ হাজার টাকা দেন তাকে। মায়ের গহনা বিক্রির টাকার কথা জানতে পেরে মায়ের সঙ্গে কথা বলে তিনি ১৫ হাজার ৩ শত টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার উদ্যোগ নেন।
রাহুল আরও জানান, মায়ের ইচ্ছা পূরণ ও দেশের প্রতিবন্ধীদের কল্যাণের জন্য এ অনুদানের টাকা ব্যয় হবে, এর চেয়ে আনন্দের আর কিছুই নেই। সারাজীবন প্রতিবন্ধীদের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন।
অনুদানের টাকা জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, নারী নেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।