প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক খুলনা আসছেন আজ
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ দুই দিনের সফরে আজ ২৮ জুন সকালে খুলনা ও বাগেরহাট আসছেন।
সফরসূচি অনুযায়ী তিনি ২৮ জুন সকাল ১১টায় বাগেরহাটে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন, দুপুর ১২টায় রামপাল কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন এবং বেলা একটায় মোংলা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় খুলনার রূপসা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ‘যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প’এর উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর, বিকেল চারটায় খুলনার এ্যাডমিটিস্ট্রেটিভ কনভেনশন নির্মাণ কাজ পরিদর্শন, বিকাল সাড়ে চারটায় খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে খুলনা জেলার পিছিয়ে পড়া ও অনগ্রসর নারীর কর্মসংস্থানের লক্ষে স্কিল ডেভোলপমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প-২০২১,২০৪১ বাস্তবায়নের নিমিত্তে শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং সন্ধ্যা সাতটায় বিভাগীয় কমিশনারের বাসভবনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
মূখ্য সমন্বয়ক ২৯ জুন সকাল সাড়ে নয়টায় খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল-কলেজের ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য খুলনা জেলার শতভাগ স্কুল-কলেজে স্যালুবিয়াস সেন্টার ও রিফ্রেশেমেন্ট কর্তার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, সকাল ১১টায় সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে তরুণদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ এবং বেলা একটায় খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।