November 25, 2024
আঞ্চলিক

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: শরনখোলায় নুতন ঘরের চাবি পেল ৫ পরিবার

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
মোর জমি নাই ঘর নাই, মাথা গোঁজার ঠাই নাই। মোরে প্রধানমন্ত্রী একখানা ঘর দিয়াছেন এজন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাকে দীর্ঘজীবি করুন। এমন অভিব্যক্তি প্রকাশ করলেন বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী মো. হালিম মাঝি।

২৬ এপ্রিল (মঙ্গলবার) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে ৩২ হাজার ৯০৪ পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উদ্ভোধন শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার খাঁন মোয়াজ্জেম হোসেন রাসেলের স ালনায় উপজেলার ৫টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস, অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার ও উপকারভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে আনন্দিত হলেন উপকারভোগী পূর্ব রাজাপুর গ্রামের সুজন ফকির, লোকমান ফরাজী, মহিউদ্দিন হাওলাদার ও খেজুরবাড়ীয়া গ্রামের ফিরোজ হাওলাদার, হালিম মাঝি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *