January 12, 2025
আঞ্চলিক

প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও স্বীকৃতি লাভ সম্ভব হয়েছে এবং এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে। একই সাথে বিশ্ব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সারির নেতৃত্বের স্থান অর্জন করেছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য গৌরব ও প্রেরণার। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে আরও দ্রæত এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বব্যাপী টিকাদান সংস্থা গেøাবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন (জিএভিআই) উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে গতকাল এই মর্যদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *