প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দিল বিএনপি
দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপুর সমন্বয়ে একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়ে ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন। সেসময় আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিএনপির এ দাওয়াতপত্র গ্রহণ করেন।
এ সময় বেলাল আহমেদ জানান, রোববার বিকেল চারটায় আমরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে বিএনপির ইফতার মাহফিলের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের সকল প্রেসিডিয়াম সদস্যদের নামে দাওয়াতপত্র দেওয়া হয়েছে। আগামী ২৮ মে (মঙ্গলবার) ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।