প্রদিপ হালদারকে বাঁচাতে সাহায্যের আবেদন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামের হারান হালদারের ছেলে প্রদীপ হালদারের দুটি কিডনী ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে লড়ছেন। পারিবারিক দুরবস্থা এবং চিকিৎসা ব্যবয়বহুল হওয়াতে পরিবার তাকে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে। তার চিকিৎসার মানবিক সাহোয্যের জন্য পরিবার সকলের নিকট আবেদন করছেন। সাহায্য করতে পারেন মিডল্যান্ড ব্যাংক ভাঙ্গা শাখার একাউন্ট নাম্বার-০০১৩-১০১০০১২৮৮১, মোবাইল-০১৭৫৫০৩৯৪৮৪, ০১৩১৬৮৩৩৫৬৭।