প্রথমবার মায়ের চরিত্রে স্কারলেট জোহ্যান্সেন
অ্যাভেঞ্জারস ছবির ‘ব্ল্যাক উইডো’ খ্যাত এই অভিনেত্রী নিজের জীবনের সঙ্গে মিল রয়েছে এমন ছবিতে অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে চাননা এই অভিনেত্রী। তবে এবার নিজের মুখেই স্বীকার করলেন তার অভিনীত ‘ম্যারেজ স্টোরি’ ছবির কাহিনীর সঙ্গে নিজের জীবনের বেশ খানিকটা মিল রয়েছে।
‘ম্যারেজ স্টোরি’র নিকোল চরিত্রে অভিনয়ের জন্য যখন তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন তখন তিনি পাঁচ বছরের সংসার জীবনের ইতি টানছিলেন প্রাক্তন স্বামী রোমান ডাউরিকের সঙ্গে। এই ঘরে তার পাঁচ বছর বয়সী কন্যা সন্তানও রয়েছে; নাম রোজ ডোরোথি।
আর ‘ম্যারেজ স্টোরি’র ছবিতে জোহান্সেন বিবাহবিচ্ছেদের মধ্যবর্তী সময়ে এক দুঃখী নারীর চরিত্রে অভিনয় করেছেন।
‘এন্টারটেইনমেন্ট টুডে’র কাছে সাক্ষাৎকার দেওয়ার সময়, জীবনের সঙ্গে মেলানো এরকম গল্পের কারণেই কি এই ছবিতে অভিনয় করতে আগ্রহী হয়েছেন কিনা, এরকম প্রশ্নে জবাবে এই অভিনেত্রী বলেন,
“প্রথম যখন চিত্রনাট্য দেওয়া হয় তখন কিছুটা হলেও নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলাম। তবে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলাম সেটার কারণে অভিনয়ে আগ্রহী হইনি।”তিনি আরও বলেন, “হতে পারে সেটা আমার বেড়ে ওঠার পদ্ধতির কারণ, হতে পারে বাবা-মায়ের জীবনটা যেভাবে দেখেছি সেটা। তবে নারীরা বছরের পর বছর তাদের সঙ্গীর জন্য নিজের জীবন উৎসর্গ করে আসার পরও যখন বিচ্ছেদ ঘটে তখন নিজেদের একটা ভূত বলে মনে হয়, এরকম নারীদের আমি চিনি, সেই অভিজ্ঞতা থেকেই হয়ত এই ছবিতে কাজ করতে আগ্রহী হয়েছি।”
এই অভিনেত্রী প্রায় এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে জড়িত আর সাফাল্যও কম নয়। তবে ‘ম্যারেজ স্টোরি’ এবং সামনে মুক্তি পেতে যাওয়া ‘জোজো র্যাবিট’ ছাড়া আর কোনো ছবিতে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করেননি।
সাক্ষাৎকারে তিনি বলেন, “মজার বিষয় হল আমি আগে কখনও মায়ের ভূমিকায় অভিনয় করিনি। আর এ বছর পরপর দুটি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করা হল। অথচ ব্যক্তিগত জীবনে আমি একজন মা, আমার নয় বছরের সন্তান আছে।”
তিনি আরও বলেন, “অভিনয়ের প্রয়োজনে শিল্পীদের অনেক কিছুই করতে হয়। তবে সত্যি বলতে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও এই ছবি দুটি করতে সাহায্য করেছে।”
বর্তমানে এই হলিউড অভিনেত্রী তার প্রেমিক মার্কিন কৌতুক অভিনেতা কলিন জোস্টকে নিয়ে এখন বেশ সুখী সময় কাটাচ্ছেন।