প্রথমবার ফাইনালে ভারত, না খেলেই বিদায় ইংলিশদের
গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে সেমি-ফাইনালে উঠেছিল ভারত। তবে ফাইনালে উঠতে তাদের খেলতেই হলো না! ইংল্যান্ড বিদায় নিল লড়ার সুযোগ না পেয়েই। প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের স্বাদ পেল ভারতীয় মেয়েরা।
সিডনিতে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনাল ভেস্তে গেছে বৃষ্টিতে। গ্রুপ পর্বে পয়েন্ট বেশি হওয়ায় বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারতের মেয়েরা। চারবার শেষ চারে জায়গা করে এই প্রথম তারা পা রাখল ফাইনালের মঞ্চে।
‘এ’ গ্রুপে চার ম্যাচের সবকটি জিতে ভারতের পয়েন্ট ছিল ৮। ‘বি’ গ্রুপে চার ম্যাচের তিনটি জিতে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৬। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়াই কাল হলো ইংলিশ মেয়েদের।
বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। এই ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে সেটি হবে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ৭, অস্ট্রেলিয়ার ৬।
ফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকান মেয়েদের জন্যও সেটি হবে প্রথম। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হলে নিশ্চিত হয়ে যাবে নতুন কোনো দলের শিরোপা পাওয়া।