December 22, 2024
জাতীয়

প্রথমবার একসঙ্গে বাসযাত্রায় মন্ত্রিসভার সদস্যরা

দক্ষিণাঞ্চল ডেস্ক
শপথের পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। এরপর তারা যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। নতুন সরকার মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রিপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন।
গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।
শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের সঙ্গে বাসে স্মৃতিসৌধ যাওয়ার সময়টা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *