প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় সিটি মেয়রকে কেইউজে’র ফুলেল শুভেচ্ছা
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনে ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এ কে হিরু, এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী, মলিক সুধাংশু, সুবীর কুমার রায়, মো. শাহ আলম, রকিব উদ্দিন পান্নু, ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক নিয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা, সদস্য আসাদুজ্জামান রিয়াজ, আমিরুল ইসলাম, সুনীল দাস, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাপ্পী খান, মিলন হোসেন, সাগর সরকার, দিলীপ বর্মণ, রীতা রানী দাস, এস এম বাহাউদ্দিন, নাজমুল হাসান, ইয়াছিন আরাফাত রুমী-সহ সাংবাদিক নেতৃবৃন্দ।