January 22, 2025
আন্তর্জাতিক

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেবো : শ্রিংলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

আন্তর্জাতিক প্রথা অনুযায়ী ভারতের বহুমাত্রিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যাশায় আছি। একই সঙ্গে আমাদের প্রতিবেশীদের সঙ্গে উন্নয়নমূলক ও অর্থনৈতিক যোগযোগ বৃদ্ধি, বিশ্বের বৃহৎ শক্তির সঙ্গে সমন্বয়, মুক্ত সমাজ নির্মাণের হুমকি সন্ত্রাসবাদ মোকাবিলায় জোর দেবো। গতকাল বুধবার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরে হর্ষ বর্ধন শ্রিংলা তার প্রতিক্রিয়ায় একথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, নবনিযুক্ত পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, বহুপাক্ষিক ক‚টনীতিক ধারা বজায় রাখতে চাই। সে কারণে বিশ্বের দক্ষিণের দেশগুলোর সঙ্গে বিশেষত আফ্রিকা ও লাতিন আমেরিকার সঙ্গে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়াও আমার অগ্রাধিকার থাকবে।

শ্রিংলা বলেন, ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই অফিসে অতীতে অনেক প্রবীণরা কাজ করেছেন। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করছি। আমার অনেক সহকর্মীর সঙ্গে একত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের সেবায় নিয়োজিত থাকার জন্য আমি গর্বিত।

আমাদের জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমাদের ভারতের লোকেরা যেখানেই হোক না কেন তাদের সেবা করাই আমাদের কাজ। আমরা আমাদের নাগরিক ও আমাদের লোকদের সেবা দিতে চাই, সেটা দেশে বা বিদেশে, যেখানেই হোক না কেন।

শ্রিংলা বলেন, ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সামগ্রিক নির্দেশনায় আমি একটি গতিশীল ও দায়িত্বশীল ক‚টনীতির ভিত্তি গড়তে চাই, যেটা ‘নতুন ভারত’ গড়তে প্রয়োজন।

ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা তিন বছর হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছর ৭ জানুয়ারি ঢাকা থেকে বিদায় নেন। তিনি ঢাকা থেকে বিদায় নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রে এক বছর দায়িত্ব পালনের পর তিনি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে বুধবার দায়িত্ব নিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *