প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার ফুলবাড়ীগেটে র্যালী ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে ২৮তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফুলবাড়ীগেটস্হ সংস্থার বর্ণাঢ্য র্যালী বের হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি পুণরায় অফিস প্রাঙ্গনে এসে শেষ হওয়ার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মোঃ মোমরেজ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লুকমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ মান্দার আলী শেখ, সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মোশারেফ হাওলাদার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আঃ মান্নান সর্দার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, প্রচার সম্পাদক ইসমাইল খাঁ ,কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, রেক্স্রনা খাতুন, বিল্লাল হোসেন, আকবার আলী, আল আমিন, সোনা মিয়া প্রমুখ।