প্রতিদিন সারাদেশে পণ্য পৌঁছে দিচ্ছে ৬টি ট্রেন
করোনাভাইরাসের কারণে সারাদেশে জনজীবন একপ্রকার স্থবির হয়ে আছে। এ অবস্থায় অনেকে চিন্তিত নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া নিয়ে। খাদ্যের যাতে কোনো প্রকার ঘাটতি না হয়, সে ব্যবস্থা করেছে সরকার। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া বিভিন্ন পণ্য সারাদেশে পৌঁছে দিচ্ছে ৬টি ট্রেন।
রেলওয়ের পরিবহন বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে যাতে খাদ্যের ঘাটতি না হয় সেজন্য বন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন পণ্য আসছে। এতে তেলবাহী বিভিন্ন কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও। এসব পণ্য খালাস হওয়ার পর ৬টি ট্রেনে করে সারাদেশে পাঠানো হচ্ছে।
পরিবহন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়া এসব মালবাহী ট্রেন পৌঁছে যাচ্ছে গন্তব্যে। আগে যেখানে ৩ থেকে ৪টি মালবাহী ট্রেন চলতো, এখন কোনোদিন ৮টি আর কোনোদিন ৫ থেকে ৬টি ট্রেন চলাচল করছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, শিডিউল বিপর্যয় ছাড়াই গড়ে ৬টি মালবাহী ট্রেন বিভিন্ন পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে সারাদেশে যাচ্ছে।