September 17, 2024
আঞ্চলিক

প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে : এমপি সালাম মুর্শেদী

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক তারকা ফুটবালার আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এ দেশের প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে। প্রতিটি গ্রামে থাকবে শহরের ন্যায় যাবতীয় সুযোগ-সুবিধা। দেশের প্রতন্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকারের দৃঢ় প্রত্যয় রয়েছে। শেখ হাসিনা সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। এ কারণে নির্বাচনে প্রতিশ্রæতি মোতাবেক দেশের শিক্ষাখাতসহ সকল স্তরে নতুন ভবন নির্মাণ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ট ভ‚মিকা রেখেছেন। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়নের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সাংসদ বৃহস্পতিবার বেলা ১১টায় রূপসা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, রূপসা উপজেলার শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, শিয়ালী এসজিসি টেকনিক্যাল কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন, শিয়ালী খেয়াঘাটে ভাসমান সেতুর উদ্বোধন এবং বিকেল সাড়ে ৫টায় ফ্রোজেন ফুডস এ্যাসোসিয়েশন খুলনার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। সাংসদের পাশাপাশি তার পতœীও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান করেন।

বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *