December 23, 2024
বিনোদন জগৎ

প্রতারণার অভিযোগে সোনাক্ষীর বিরুদ্ধে মামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক
পারিশ্রমিকের টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগ এনে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোনাক্ষীসহ আরও চার জনের বিরুদ্ধে দিলি­ থানায় এফআইআরটি দায়ের করেন প্রমোদ শর্মা নামের এক ব্যক্তি।
ওই ব্যক্তির অভিযোগ, ৩০ সেপ্টেম্বর দিলি­র মুরাদাবাদের কাটঘর এলাকার ইন্ডিয়ান ফ্যাশন অ্যান্ড বিউটি অ্যাওয়ার্ড কোম্পানির একটি ফ্যাশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু অনুষ্ঠানে অংশ নেননি ‘দাবাং’খ্যাত অভিনেত্রী। পারিশ্রমিকের পুরো টাকা তাকে অগ্রিম দেওয়া হয়েছিল।
অভিযোগকারী আরও জানান, অনুষ্ঠানের পর সোনাক্ষীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি। বিষয়টিকে এড়িয়ে গেছেন। তাই প্রমোদ বাধ্য হয়েই থানায় অভিযোগ জানিয়েছেন। এদিকে জানা যায়, দিলি­ পুলিশও মামলার বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয় সোনাক্ষী সিনহার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *