প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
গত ৩০শে অক্টোবর Bagerhat 24.com একটি অনলাইন পত্রিকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐ মিথ্যা তথ্যের ভূক্তভূগী বাগেরহাটের রামপাল থানার পিপুল বুনিয়া নিবাসী দিলিপ রায় (৭০) ও তার ভাগ্নে সত্যেন মন্ডল (৫৫)।
মিথ্যা তথ্যের প্রতিবাদে দিলীপ রায় জানান, আমি ছোট বেলা থেকে আমার ভাগ্নেদের অভিভাবক হিসাবে দেখাশুনা করে আসছি। কিছুদিন পূর্বে পারিবারিক ভুল বুঝাবুঝির জন্য আমি ও আমার ভাগ্নে সত্যেনের ভিতর তর্ক হয়। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের হস্তক্ষেপে বিসয়টি যথাযথ মিমাংসা হয়। কিন্তু পরক্ষনে দেখি গ্রামে পূর্ব শত্রুতা বশত কিছু লোক আমাদের পারিবারিক এ কলহকে অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা করে।এবং পরবর্তীতে তাদের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। যা আমি ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
এ সংবাদের প্রতিবাদে, সাবেক স্কুল শিক্ষক দিলীপ রায়ের ভাগ্নে সত্যেন মন্ডল বলেন” মামা দিলীপ রায় আমার পরিবারের অভিভাবক। তাকে আমরা পিতার মত ছোট বেলা থেকে মান্য করি। আমাদের মাঝে ভূল বুঝাবুঝি বশত কথা কাটা কাটি হয়েছিল। কিন্তু পরবর্তীতে মিথ্যা সংবাদ উপস্থাপন করা হয় আমার স্ত্রী ও আমার মামাকে নিয়ে। আমার স্ত্রী আমার কাছে কোন অভিযোগ করেনি এবং আমি ও এই মিথ্যা তথ্যের কোন সত্যতা পাইনি। সংবাদে বলা হয়েছে আমার স্ত্রী নাকি ভারত চলে গেছে। সে আমাদের পরিবারের সাথে নিরাপদেই আছে। আমি এমন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানায়। সাথে সাথে একজন মেয়ে মানুষের সম্ভ্রম নিয়ে মিথ্যা এ তথ্যের সাথে সংযুক্ত সকলের নামে আইনী আশ্রয় চাই।
এই মিথ্যা তথ্যের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।