December 24, 2024
আন্তর্জাতিক

প্যারিসে ভবনে আগুন লেগে ১০ জনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক  

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে অন্তত ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্যারিসের অভিজাত ১৬তম আহদিসমো এলাকার আট তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। পাকি দি পাস ফুটবল স্টেডিয়াম ও রোলাঁ গাঁরো টেনিস কোর্টের কাছে রু এয়ারলাঙ্গা আবাসিক এলাকার ওই ভবনটির আটকা পড়া বাসিন্দাদের মই ব্যবহার করে উদ্ধার করেছেন দমকল কর্মীরা  সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, এটিকে অপরাধমূলক ঘটনা বলে সন্দেহ করছেন তারা এবং তদন্ত চলাকালে এক নারীকে আটক করা হয়েছে। আগুন ‘পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে’ বলে আন্তর্জাতিক সময় ৮টার দিকে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তেনেয়ার।  

 

মধ্যরাতের কিছুক্ষণ পরই ভবনটির সাত ও আট তলায় আগুন লাগে এবং নিহতরা সবাই ভবনটির বাসিন্দা বলে জানিয়েছেন নগর সরকারের কর্মকর্তা ইমানুয়েল গ্রেগ্রোরি।  

 

এক সংবাদ সম্মেলনে প্যারিসের সরকারি কৌঁসুলি রেমি হেইৎজ জানিয়েছেন, আগুনের পেছনে ‘অপরাধমূলক’ কোনো কারণ আছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা এবং ৪০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। এই নারীর মানসিক সমস্যার ইতিহাস আছে বলে জানিয়েছেন তিনি। প্যারিসের কেন্দ্রীয় এলাকায় গ্যাস বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটল।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *