December 23, 2024
আঞ্চলিক

পৌর শহরকে পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়তে মাহাপরিকল্পনা রয়েছে

‘সুন্দরবন প্যালেস’ উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র

 

মোংলা প্রতিনিধি

মোংলায় ‘সুন্দরবন প্যালেস’ নামে আবাসিক এবং রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। শহরের প্রান কেন্দ্রে নতুন আঙ্গিকে নব নির্মিত এ হোটেলটি রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীততাপ নিয়ন্ত্রীত ব্যবস্থা। শুক্রবার বিকালে এ হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে ‘সুন্দরবন প্যালেস’কে টুস্টার মানে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সত্ত¡াধিকারী মোংলা পৌর মেয়র জূলফিকার আলী।

উপস্থিত অতিথি ও পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন-মোংলা পৌর এলাকাকে পরিবেশ বান্দব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাহাপরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে পরিবেশ বান্দব ও টেকশই নানা প্রকল্প। তিনি বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন কেন্দ্রীক দেশী-বিদেশী পর্যটকের আকৃষ্ট করতে এবং তাদের সুযোগ সুবিধা বাড়াতে পরিবেশবান্ধব অবকাঠামো তৈরিসহ আধুনিক মানের হোটেল ও ট্যুরিজম ব্যবসায় বিনিয়োগে সকলের প্রতি আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, মোঃ খোরশেদ আলম, ইমান হোসেন, রাজ্জাক, আয়শা বেগম, মোংলা প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মোঃ হাসান গাজী, হোটেল ব্যবসায়ী হিরু মিয়া, টত্যুরিজম ব্যবসায়ী, পৌর বাজার ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *