পোস্তগোলায় সেতুতে দুর্ঘটনায় নিহত ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে বাস-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সেতুর উপরই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই সিএনজি অটোরিকশাটির আরোহী। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে আসা ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ব্রিজের উপরে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়। লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।