পোল্ট্রি সমিতির সাধারণ সভা সফলে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় নগরীর ময়লাপোতা (বঙ্গবন্ধু চত্বর) সন্ধ্যা বাজারের দোতলায় আজমিরি কাচ্চি কিচেন হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে গতকাল বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ভেটেনারী সার্জেন্ট ডাঃ মোঃ ছায়েদুজ্জামান, প্রফুল্ল কুমার রায়, এইচ এম সিদ্দিকুর রহমান, মোঃ জাফর, মোঃ ইকবাল হোসেন, তালুকদার মোজাহিদুল ইসলাম মুকুল, মোঃ সালাহউদ্দিন, শাহ জাফর মাহমুদ মেহেতা, সৈয়দ মোঃ বেলাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, আফ্রিদুল ইসলাম বাবু, আলহাজ্ব আরিফুর রহমান বাবু, শেখ হেমায়েত উদ্দিন, আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, মোঃ জাকির হোসেন বাবুল, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, গোলাম সবুর মিয়া, মোঃ আব্দুল আহাদ, তালুকদার মোঃ হেলালুজামান, মোঃ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী প্রমুখ।