পোল্ট্রি সমিতির নির্বাহী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র কার্যনির্বাহী পরিষদের সভা ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় নগরীর সন্ধ্যা বাজারের দোতলায় আজমিরী কাচ্ছি কিচেন মিলনায়তনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনা মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ডিসেম্বর ২০১৯ সুবিধাজনক সময়ে খুলনায় বৃহত্তর পরিসরে পোল্ট্রি খামারী ব্যবসায়ী সমাবেশ ও অভিষেক অনুষ্ঠান করার নীতিগত সিদ্ধান্ত হয়। সমাবেশে অর্থমন্ত্রী, মৎস্য প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, কেসিসি মেয়র, খুলনা’র সাংসদগণ, ও পোল্ট্রি সমিতির কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দকে অতিথি ও তাদের উপস্থিতিতে সম্পন্ন করার প্রত্যয় ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার এস এম ওবায়দুল্লাহ, চেম্বার পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, সমিতির সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, গোলাম সবুর মিয়া, মোঃ সালাহউদ্দিন, শেখ আইনুল হক, মোঃ মনিরুজ্জামান প্রমুখ।