পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল
বি পি আই এ-এর খুলনা বিভাগীয় শাখা কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র ২১তম বার্ষিক ইফতার দোয়া ও মাহফিল মহানগরীর ময়লাপোতা বঙ্গবন্ধু চত্বর সন্ধ্যা বাজারের দোতলায় আজমিরী কাচ্চি কিচেন হোটেল মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি আলহাজ্ব মওলানা ইব্রাহিম ফয়জুল্লাহের সভাপতিত্বে এবং মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় কেসিসি মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র স্বতন্ত্র পোল্ট্রি মার্কেট স্থাপনের অঙ্গীকার পুনঃ ঘোষণা করেন এবং পোল্ট্রি সমিতির গৃহীত সকল কর্মসূচির প্রশংসা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা চেম্বারের পরিচালক এস এম ওবায়দুল্লাহ, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন, ছাত্রলীগ মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, রাইস মিল মালিক সমিতির মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, ইফতার বাস্তবায়ন কমিটির আহŸায়ক এস এম হাফিজুর রহমান লিপু, আলহাজ্ব আরিফুর রহমান বাবু, আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শামসুর রহমান বাবুল, মোঃ আব্দুল আহাদ, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, আফ্রিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, তপন পাল, গোলাম সবুর মিয়া, মোঃ ইনসান আলী, মোঃ সালাহ উদ্দিন, শাহ জাফর মাহমুদ মেহেতা, শ্যামল বিশ্বাস, জসিম ফরাজী প্রমুখ।
সমিতির প্রয়াত সভাপতি এস এম আনিসুজ্জামান পান্নাসহ সকলের রুহের মাগফেরাত কামনা ও দেশের সুখ-সমৃদ্ধির জন্য দোয়া হয়। দোয়া পরিচালনা করেন কুদরাতিয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মওলানা মোস্তাক আহমেদ।