পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে গতকাল রবিবার বেলা ১১টায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রচার সম্পাদক ও সংগঠনের মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে নির্বাচন পরিচালনা কমিটির জি এম নাসিরুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় গত সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্নের জন্য সদস্য পদ নবায়ন, সদস্যভুক্তি, ভোটার তালিকা প্রস্তুতকরণ ও নির্বাচন পরিচালনা কমিটিকে দায়িত্ব হস্তান্তরের কার্যসূচি পর্যালোচনা করা হয় এবং নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে পোল্ট্রি ফিশ ফিড সংশ্লিষ্টদের নির্বাচনে অংশগ্রহণের আহŸান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑসহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, শাহ জাফর মেহেতা, মোঃ মোজাম্মেল হক, মোঃ জাফর, মোঃ ইকবাল হোসেন, আলহাজ্ব আরিফুর রহমান বাবু, শেখ রেজানুল ইসলাম, এইচ এম সিদ্দিকুর রহমান, তালুকদার মুজাহিদুল ইসলাম মুকুল, সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক তপন পাল, প্রচার সম্পাদক গোলাম সবুর মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক প্রমুখ।