পেশাজীবী শ্রমিক লীগ মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পেশাজীবী শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখা’র এক বর্ধিত সভা গতকাল শনিবার বিকেল ৫টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ।
সভায় বক্তব্য রাখেন মোঃ নূর ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শরীফ মোল্লা, মোঃ আল আমিন গাজী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ রবিউল ইসলাম রাবু, মোঃ ইউসুফ আলী খান, মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাগর মোল্লা, আনোয়ার হোসেন কুট্টি, অশোক কুমার রায়, মোঃ এবাদৎ আলী গাজী, মোঃ আনছার আলী মহরী, আব্দুল রাজ্জাক পাঠান, মোঃ খায়রুল ইসলাম রকি, মোঃ রিপন হাসান মিলন, মোঃ আজিবর কবিরাজ, মোঃ সুমন হাওলাদার, রফিকুল ইসলাম রবি, মোঃ কাওসার হোসেন, মোঃ মুসা, আব্দুস সালাম মিঠু, মোঃ শামীম প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয় আলোচনা করা হয় এবং যে সকল ওয়ার্ড ও থানায় কমিটি এখনও গঠন করা হয়নি অবিলম্বে সে সকল ওয়ার্ড ও থানায় কমিটি গঠন করার জন্য আহŸান জানানো হয়।