পেনসিলভেনিয়ার আদালতে ট্রাম্পের মামলা বাতিল
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়ার ভোট বাতিলের আর্জি জানিয়েছিলেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
এ বিষয়ে পেনসিলভেনিয়া আদালতের বিচারপতি ম্যাথু ব্র্যান বলেছেন, এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ দাখিল করা হয়নি। ফলে একটি ভোটও বাতিল করা সম্ভব নয়।
জনসংখ্যার দিক দিয়ে আমেরিকার ষষ্ঠ বৃহত্তম প্রদেশ পেনসিলভেনিয়া। প্রদেশটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৮০ হাজার ভোট বেশি পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।