January 22, 2025
জাতীয়

পেট থেকে বের হলো ২২৮০ পিস ইয়াবা, আটক ১

দক্ষিণাঞ্চল ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের মধ্যে করে দুই হাজার

২৮০ পিস ইয়াবা পাচারকালে মো. শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে

আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে

আর্মড পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। শাকিল ঢাকার

খিলক্ষেত থানার ডুমনি এলাকার নয়াপাড়া গ্রামের মো. শাহাজদ্দিনের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কক্সবাজার

থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সে করে ঢাকায় আসেন শাকিল। ঢাকায়

আসার পর তার সন্দেহজনক চলাফেরা অনুসরণ করেন বিমানবন্দর আর্মড

পুলিশের সদস্যরা। এসময় তার সঙ্গে কথা বললে তিনি পুলিশ সদস্যদের

বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের

হেফাজতে নিয়ে তল­াশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার পেট

থেকে দুই হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার

মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর

হোসেন বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে

সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শাকিল। পরে তার পেটে দুই হাজার ২৮০

পিস ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।

 

জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার আবির

নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এ ইয়াবা সংগ্রহ করেছেন। তিনি

পারভেজ নামে এক ব্যক্তির অর্থায়নে এ ইয়াবা বহন করছিলেন বলেও স্বীকার

করেছেন। শাকিলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে

মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *