পেটব্যথা নিয়ে হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট
অন্ত্রে জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হয়তো সার্জারি করা হতে পারে। ২০১৮ সালে ছুরিকাঘাতের ঘটনার জেরে জটিলতাটি তৈরি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বলসোনারো রবিবার লাঞ্চের পরেই অসুস্থতা শুরুর কথা জানান। তখনই হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা তাকে একটি ন্যাসোগ্যাস্ট্রিক টিউব পরিয়ে দেন
হাসপাতালে থাকা একটি ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। টুইট বার্তায় তিনি বলেন, ‘পেট এলাকায় অভ্যন্তরীণ জটিলতা তৈরি হওয়ায় সম্ভাব্য সার্জারির জন্য আরও কিছু টেস্ট করা হবে।’
বলসোনারো জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে নির্বাচনি আয়োজনে ছুরিকাঘাত এবং কয়েক দফা জরুরি সার্জারির পর ‘একই লক্ষণ নিয়ে’ এটা তার দ্বিতীয়বার হাসপাতালে ভর্তির ঘটনা।
ভিলা নোভা স্টার হাসপাতাল কর্তৃপক্ষ এক মেডিক্যাল নোট প্রকাশ করেছে। তাতে তারা নিশ্চিত করেছে, অন্ত্রে জটিলতা নিয়ে সোমবার শুরুর দিকেই বলসোনারো ভর্তি হন। এতে বলা হয়, ‘তার অবস্থা স্থিতিশীল, চিকিৎসাধীন রয়েছেন এবং সকালেই ডাক্তার অ্যান্টোনিও লুইজ ডি ভ্যাসকনসেলোস মাসেদোসের নেতৃত্বাধীন চিকিৎসকদের বোর্ডটি তার পরিস্থিতি পূনর্মূল্যায়ন করবেন। এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কোনও পূর্বাভাস নেই।’
টিভি নেটওয়ার্ক গ্লোবো বলসোনারোর ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্টা ক্যাটারিনাতে ছুটিতে ছিলেন তিনি। স্থানীয় সময় দেড়টার দিকে সাও পাউলোতে বিমান থেকে নামার সময়ে সিঁড়িতে পড়ে যান বলসোনারো। ২০২১ সালের জুলাইয়ে সাও পাউলোর ভিলা নোভা স্টার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
২০১৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো। এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন তিনি।