November 16, 2024
আঞ্চলিক

পেঁয়াজ, চালসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

গুজব রুখো, সিন্ডিকেট ভাঙ্গো ও পেয়াজ-চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কৃষকের নিকট থেকে সরাসরি উৎপাদিত পেঁয়াজ ক্রয় করার দাবিতে গতকাল বুধবার বিকেল ৪টায় খুলনা মহানগর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেনÑপার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ মনির আহমেদ, কমঃ মোঃ খলিলুল রহমান, কমঃ আঃ সাত্তার মোল্লা, নির্বাহী সদস্য কমঃ মনিরুজ্জামান, কমঃ আনোয়ার হোসেন, কমঃ বাবুল আখতার, যুবমৈত্রী জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, যুবনেতা কৃষ্ণ কান্তি ঘোষ, ছাত্রমৈত্রীর বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল, ছাত্র নেতা সাইফুল ইসলাম সাদ্দাম, রুবেল, সিয়াম প্রমুখ। বক্তারা অবিলম্বে বর্তমানে দুর্বিসহ ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করতে টিসিবি’র মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করার আহŸান জানান। একই সাথে সিন্ডিকেট রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *