পৃথিবীর বৃহত্তম সেলিব্রিটি হোয়াইট শার্ক !
অনলাইন প্রতিবেদক
হাঙ্গরটির নাম ডিপ ব্লু। ২০ ফিট দৈর্ঘ্যের এই বৃহৎ প্রাণীকে বর্তমানে রেকর্ডে থাকা সব থেকে বড় হোয়াইট শার্ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে।এর সর্ব প্রথম দেখা মিলে হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে।ইউনিভার্সিটি অফ হাওয়াই এর একজন বিশেষজ্ঞ তার কয়েকজন বন্ধুকে নিয়ে সমুদ্রে হাঙর নিয়ে গবেষণার সময় এটির দেখা পায়। সাধারণত প্রত্যেক শীতের সময় হাওয়াই দ্বীপপুঞ্জ কাছাকাছি শত শত হাঙ্গরের দেখা মেলে। ড্রাইভাররা এর পরিচিতি নিশ্চিত করে যখন এর গায়ে একটি ট্যাগ লাগানো থাকে ,যেখানে তার নাম দেওয়া ছিল ডিপ ব্লু এবং এটি আজকে থেকে আরো ২০ বছর আগে এই হাঙ্গরের সাথে সাথে সংযুক্ত করা হয়েছে। গবেষকরা এই হাঙ্গরটি দেখতে পায় জানুয়ারি ১৩ তারিখে এবং বিভিন্ন অথরিটির কাছ থেকে তথ্য নিয়ে হাঙ্গরটির পরিচয় নিশ্চিত করে।
মজার হলেও সত্য এই হাঙ্গরের নামে টুইটারে ২০ হাজার ফলোয়ার সমৃদ্ধ একটি অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে একটি পেজ খুঁজে পাওয়া যায় এর নামে। একেই বলে “সেলিব্রিটি সি কিলার ” !
https://www.facebook.com/Deepbluegreatwhiteshark
https://www.facebook.com/diversdirect/videos/2512814998748164/