November 23, 2024
আন্তর্জাতিক

পূর্ব ইউক্রেনের আরও বেশি অংশ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর কাছ থেকে দেশটির পূর্ব দনবাস অঞ্চলের আরও এলাকা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার (১ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

জেলেনস্কি ভাষণে বলেন, এই সপ্তাহজুড়ে, দনবাসে আরও ইউক্রেনীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরও বেশি এলাকায় ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

কিয়েভ বলেছে যে তাদের বাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান শহর লাইমানে যেতে শুরু করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে সৈন্যদের হলুদ এবং নীল ইউক্রেনের পতাকা উড়াতে দেখা গেছে। এর পরেই জেলেনস্কি পূর্বাঞ্চল পুনরুদ্ধারে তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, তারা লাইমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করে ‘অধিক সুবিধাজনক লাইনে’ মোতায়েন করেছে।

জেলেনস্কি রাশিয়ানদের বলেছেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের নির্দেশদাতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন রুশ বাহিনী একের পর এক নিহত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *