পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের ঋণ মঞ্জুরী বিভাগ ও খুলনা অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালা গতকাল শনিবার সকাল ৯টায় নগরীর ডেল্টা লাইফ টাওয়ার, সোনাডাঙ্গা, খুলনা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যাবস্থাপক এ.এইচ. এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পুবালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার মোহাম্মদ নূর হোসেন। কর্মশালায় অত্র অঞ্চলের ২৭টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।