পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ গতকাল শনিবার সকাল ৯.৩০ টায় নগরীর সোনাডাঙ্গাস্থ ‘ডেল্টা লাইফ টাওয়ার’ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আখতার হামিদ খান। খুলনা অঞ্চলের ২৭টি শাখার ব্যবস্থাপক ও কি-পারসনদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব আবু হাসান মোঃ কামরুজ্জামান।
সম্মেলনে ব্যাংকের খেলাপী ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি নতুন কোন ঋণ যাতে আর খেলাপী না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেয়া হয়। সম্মেলনের ব্যবসায়িক পর্বে ব্যাংকের খুলনা অঞ্চলের বিগত সময়ের অর্জন, সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যত করণীয় সম্পর্কে সার্বিক আলোচনা করা হয়।