December 27, 2024
আঞ্চলিকলেটেস্ট

পূজার সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বিশেষ কর্মী সভায় সেখ জুয়েল এমপি

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ধসঢ়; উদ্দিন জুয়েল বলেছেন, মহান

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত হিন্দু সম্প্রদায় স্বাধীনতা ও ভ‚খÐকে

টিকিয়ে রাখতে আমাদের সাথে থেকে কাজ করেছে। বাংলাদেশে অনেক

ক্রান্তিকালে তারা আওয়ামী লীগের নেতৃত্বে পাশে এসে দাড়িয়েছে। আমরাও

তাদের পাশে থেকে নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছি। একই সাথে আমাদের সকলের

উচিত অতীতের মত হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। পূজার সময় হিন্দু সম্প্রদায়ের

পাশে থাকতে হবে। সেজন্যে প্রত্যেক ওয়ার্ডে দলের থেকে মন্দির, মণ্ডপ ভিত্তিক

স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে নিরাপত্তা দিতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন কোন

ভাবে কোন মন্দির বা মণ্ডপে নাশকতা করতে না পারে। যারা এ ধরনের ষড়যন্ত্রের সাথে

জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট

প্রশাসনের প্রতি আহবান জানান।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে বিশেষ কর্মী সভায় প্রধান

অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি

মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী

লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব

মিজানুর রহমান মিজানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়

কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ

নেতা কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক

আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, শেখ মো.

ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. আশরাফুল ইসলাম, এ্যাড.

আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, মো. মুন্সি

মাহবুব আলম সোহাগ, শেখ ফজলুল হক, এ্যাড. খন্দকার মজিবর রহমান, অধ্যা.

আলমগীর কবীর, শেখ ইউনুস আলী, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর

মোহাম্মদ, মো. শহিদুল ইসলাম, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির মো. সাইফুল

ইসলাম, হাসান ইফতেখার চালু, শেখ মো. আনোয়ার হোসেন, মাকসুদ আলম

খাজা, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, কাজী জাহিদুল ইসলাম, লুৎফুন

নেছা লুৎফা, শফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম

আসাদুজ্জামান রাসেল, রফিকুল ইসলাম পিটু, টিএম আরিফ, মঈনুল ইসলাম

নাসির, নুর ইসলাম, জাহিদুল হক, মুন্সি আইয়ুব আলী, ফেরদৌস হোসেন

 

লাবু, চ. ম মুজিবর রহমান, গাজী মোশাররফ হোসেন, শেখ আবিদ উল্লাহ,

আতাউর রহমান শিকদার রাজু, ইউসুফ আলী খান, সরদার আব্দুল হালিম, শেখ

এশারুল হক, গোপাল চন্দ্র সাহা, ফয়েজুল ইসলাম টিটো, মো. জাকির

হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, মহাসিনুর রহমান আফরোজ,

খন্দকার বাহাউদ্দিন, মো. শিহাব উদ্দিন, জিয়াউর রহমান, ইঞ্জি: আব্দুল জব্বার,

মো. বাদল সরদার, নুরজাহান রুমি, জাহানারা সিরাজ, ডা. নাজমা, সৈয়দা

হেনা বেগম, অশ্রæ, এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, কাজী

কামাল হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তিনি শীতলাবাড়ি সার্বজনীন পূজা মন্দির এবং বাগমারা পূজা মণ্ডপ

পরিদর্শন করেন। এর আগে তিনি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় পূজা মন্দিরে

পূজার উদ্বোধন করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *