পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি
দক্ষিণাঞ্চল ডেস্ক
পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদারকে ঢাকা জেলার পুলিশ সুপার, গাইবান্ধা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।