পুলিশ সদস্যদের মাঝে জেলা যুব ইউনিয়নের মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখার পক্ষ থেকে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় খুলনা সদর থানা এলাকায় কে এন-৯৫ মানের মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক যুব ইউনিয়ন ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সরকার ভূষণ চন্দ্র তরুন, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুব নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হাফিজুর রহমান প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সম্মুখ যোদ্ধা চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, নার্সদের স্বাস্থ্যবিধি মানা অতীব জরুরী। করোনা প্রতিহত করতে হলে যথাযথভাবে সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে হবে। যার অংশ হিসেবে যুব ইউনিয়নে এ সামান্য প্রয়াস।