September 8, 2024
আঞ্চলিক

পুলিশের প্রতি খুলনা প্রেসক্লাবের ধন্যবাদ জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবকে নিয়ে ফেসবুকে কুৎসা রটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী শাহীন রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করায় গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। একই সাথে আসামী শাহীন রহমানকে খুলনা প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষণা করে প্রেসক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য গত ৯ আগস্ট ২০১৯ তারিখে শাহীন রহমান তার ফেসবুকে এস এম হাবিবের ছবি ব্যবহার করে একটি মানহানীকর, মিথ্যা ও বানোয়াট এবং কুরুচিপূর্ন পোস্ট দেয়, যার কোন ভিত্তি নেই। তার ওই পোস্টের কারণে সামাজিকভাবে খুলনা প্রেসক্লাব ও ক্লাবের সভাপতি এস এম হাবিবের সম্মান ক্ষুন্ন করা হয়েছে। এছাড়াও শাহীন রহমান তার নিজস্ব ফেসবুকে খুলনার বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সম্মানী ব্যক্তিদের নিয়ে প্রায়ই আপত্তিকর পোস্ট দিয়ে থাকেন। যা শাস্তিযোগ্য অপরাধ। তার এই কর্মকান্ডের জন্য খুলনা প্রেসক্লাবের সভাপতি কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলায় খুলনা থানার একটি টিম শুক্রবার রাজধানী ঢাকা থেকে আসামী শাহীন রহমানকে গ্রেফতার করে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *