পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ‘দায় স্বীকার আইএসের’
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকায় পুলিশের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্র“প। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে ওই হাতবোমা বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ এবং কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন।
পরে সাইট ইন্টেলিজেন্স গ্র“পের ওয়েবসাইটে বলা হয়, দুই বছরের বেশি সময় পর প্রথম বাংলাদেশে হামলার, ঢাকায় পুলিশ সদস্যদের ওপর বোমা নিক্ষেপের, দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলী নোমান বলেন, বিষয়টি জানি। এটা সঠিক আইএস কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সব বিষয়গুলোকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ক্যাফেতে জঙ্গি হামলাসহ বিভিন্ন হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স। গুলিস্তানে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বলে শিবলী নোমান জানিয়েছেন।