January 21, 2025
জাতীয়

পুলিশভ্যানে বসে বুকে গুলি চালান কুদ্দুস

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে আত্মহত্যা করা পুলিশ সদস্য শাহ মো. কুদ্দুস (৩১) ডিউটিতে যাওয়ার সময় পুলিশের পিকআপভ্যানে বসে বুকে গুলি চালিয়েছেন বলে সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নিহত কুদ্দুসের সুরতহাল প্রতিবেদনকারী কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কুদ্দুস ইউনিফর্ম পরে ভোরে ডিউটিতে যাওয়ার সময় মিরপুর-১৪ পুলিশ লাইনে পিকআপভ্যানে উঠে নিজের ইস্যু করা এসএমজি দিয়ে বুকে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মোজাম্মেল হোসেন মিয়া আরও জানান, নিহত পুলিশ সদস্যের বুকে দু’টি ছিদ্র দেখা গেছে। তার জন্য বরাদ্দ করা এসএমজি মৃতদেহের পাশেই পড়েছিল।
ফেসবুকে স্ট্যাটাস

মৃত্যুর আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন কুদ্দুস

নিহত কুদ্দুসের সহকর্মীদের বরাত দিয়ে মোজাম্মেল হোসেন মিয়া জানান, কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন কুদ্দুস। ধারণা করা হচ্ছে, সেকারণেই নিজের বরাদ্দ করা অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে ডিউটিতে যাওয়ার জন্য পিকআপভ্যানে উঠেছিলেন তিনি। ওই পিকআপভ্যানের ভেতরেই এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কুদ্দুসের বাবার নাম শাহ আব্দুল ওয়াহাব। তিনিও পুলিশ সদস্য ছিলেন। ২০১২ সালে তিনি মারা যান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *