পুরান ঢাকায় এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ জন দগ্ধ
দক্ষিণাঞ্চল ডেস্ক
পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইসলামপুরের লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজন হচ্ছেন- আশিক (২০), আল আমীন (২৫) এবং আরিফ (১৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া বলেন, ১২ তলা লায়ন টাওয়ারে এসি মেরামতের কয়েকটি দোকান আছে। একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে পুরনো এসি নিয়ে মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হয়। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধদের যারা হাসপাতালে নিয়ে এসেছেন তাদের একজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভবনের ১২ তলার ছাদে পুরনো এসি মেরামতের সময় এই ঘটনা ঘটে। তিন শ্রমিকের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।