পুনর্বাসন না করে হকার উচ্ছেদ অমানবিক : সিপিবি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা কমিটির এক সভা গত সোমবার সন্ধ্যা ৬:৩০ টায় বয়রাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড নিতাই পালের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑসোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক কমরেড রুস্তম আলী হাওলাদার, সিপিবি নেতা কমরেড মাহফুজুর রহমান মুকুল, পারভীন আক্তার শিলা, এড. গৌরাঙ্গ কুমার সরকার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, শহরকে যানজটমুক্ত পরিচ্ছন্ন, দুর্ঘটনামুক্ত নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু এসবের নামে পুনর্বাসন না করে হকার উচ্ছেদ অমানবিক। নেতৃবৃন্দ অবিলম্বে একটি পরিকল্পিত প্রকল্প গ্রহণের মাধ্যমে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের আহŸান জানান।