পুনর্বাসনের দাবিতে নগরীতে ছিন্নমূল মানুষের মিছিল
খবর বিজ্ঞপ্তি
‘আমরা ছিন্নমুল মানুষ, পুণর্বাসন চাই’, ‘আমরা ছিন্নমুল মানুষ, আমাদের দেখার কেউ নাই’ ইত্যাদি স্লোগানে পুণর্বাসনের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে খুলনায় মৌন মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। ছিন্নমূল মানুষের ব্যানারে ছিন্নমূল পুণর্বাসন সংস্থা এ মিছিল ও সভার আয়োজন করে।
এর আগে নগরীর খানজাহান আলী রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে অনুষ্ঠিত মৌন মিছিলে শতাধিক ছিন্নমূল নারী-পুরুষ ও শিশু অংশ নেন। মিছিলটি নগরীর ফুল মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।