January 8, 2025
আঞ্চলিক

পুথিগত বিদ্যা না শিক্ষিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে

ডুমুরিয়ায় শেখ হারুন

খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক বিরোধী দলীয় হুইপ, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন সাধিত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুতে কোটি কোটি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিনামূলে সরবরাহ করছে। যেকারনে বছর শেষে নিন্ম আয়ের অভিভাবকদের তার সন্তানের বই কেনা নিয়ে কোন বাড়তি চিন্তা বা অন্যের দ্বারস্থ হওয়া লাগেনা। সরকারের বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য’র মধ্যে শিক্ষা ক্ষেত্র অন্যতম। তাই তিনি সরকারের এই সাফল্য ধরে রাখতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন। তিনি অভিভাবকদের এবং শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকের পুথিগত বিদ্যা না শিক্ষিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। খেলাধূলায় পারদর্শি করে গড়ে তুলতে হবে। তবেই একজন শিক্ষার্থী আদর্শবান ছাত্র হিসেবে বিবেচিত হবে।
তিনি গতকাল সোমবার ডুমুরিয়া উপজেলার জি.কে.এস.কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত মহান স্বাধীনতা দিবস স্মরণে ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুল জলিলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা যুবলীগের বিদায়ী সভাপতি,জেলা আ’লীগের সিনিঃ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাবেক ছাত্রনেতা কাজী আলমগীর হোসেন, খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি এসএম ফরিদ রানা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ, সহকারী প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর হোসেন, ডাঃ পাপিয়া সরোয়ার, জেলা যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, তরুনলীগের সাধারণ সম্পাদক তাপস জোয়াদ্দার, জেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষ অনুপম মল্লিক, দ্বীপ পান্ডে বিশ্ব, ইমন হোসেন, কবিরুল ইসলাম, মোঃ সোহেল, আহসান আহম্মেদ পাবেল, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, গাজী রবিউল ইসলাম, শাহাজালাল মোড়ল, মুশফিকুর রহমান টিটু, আয়ুব হোসেন পিন্টু, ইউপি সদস্য শাহারা বেগম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোঃ ফারুক মোল্যা, মশিউর রহমান শেখ, শেখ কামরুল, এনামুল হক গোলদার, নিমাই চন্দ্র বিশ্বাস, শিক্ষক মল্লিকা রানী মন্ডল, ঝরণা খানম, তাপস কুমার গোলদার, এসএম সরোয়ার হোসেন, লিটন বিশ্বাস, আব্দুর রব, অবনী সরকার, মাসুমুল হক, বিএম নূর মোহম্মদ, প্রদীপ কুমার মন্ডল, বিধান বিশ্বাস, মণীষা মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *