November 28, 2024
আন্তর্জাতিক

পুতিনের আমন্ত্রণে বৈঠক, দ্বন্দ্ব নিরসনে সম্মত আজারবাইজান-আর্মেনিয়া

নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনে আর কোনও শক্তির ব্যবহার না করতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে সোমবার এক বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুতিনের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।

বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, “আমরা শক্তির ব্যবহার না করতে বা হুমকি দেওয়া থেকে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছি। সম্পূর্ণভাবে পারস্পরিক সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করেই আলোচনার ভিত্তিতে যেকোনও সমস্যার সমাধান করা হবে।”

 

বিতর্কিত নাগার্নো-কারাবাখ ভূখণ্ড নিয়ে যখন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে তখন রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হল

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *