পুঁজিবাজারও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের মধ্য
লকডাউনের মধ্যে বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না।
রোববার ডিএসই ও সিএসই’র আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন লকডাউনের মধ্যে পড়ে বাংলাদেশ।
বুধবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয় ১১ এপ্রিল পর্যন্ত। রোববার তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
লকডাউনের সঙ্গে সমস্বয় করে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসই-সিএসই।