পিস্তলসহ আটক ব্যক্তি মুচলেকা দিয়ে মুক্ত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে ঢোকার সময় পিস্তলসহ আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। নুরুল ইসলাম খান রাসেল (৪০) নামে ওই ব্যক্তিকে শুক্রবার সম্মেলন চলার সময় বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উদ্যানের ফটক থেকে আটক করে পুলিশ।
তখন রাসেল বলেছিলেন, তিনি সম্মেলনে যোগ দিতে টাঙ্গাইল থেকে এসেছিলেন। শনিবার সকালে শাহবাগ থানা থেকে ছাড়া পান তিনি। এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ওই আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ওসি বলেন, রাসেলের বাড়ি টাঙ্গাইল। সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। পিস্তলসহ আটকের পর লাইসেন্সসহ প্রয়োজনীয় সব তথ্য যাচাই বাছাই করা হয়। কোনো ত্রæটি না পাওয়ায় আমরা নিয়ম অনুযায়ী একটি মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি তাকে।